মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী) : চাটখিল থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর পাইকের বাড়ির দেলোয়ার হোসেন এর বসতঘর থেকে এক কেজি গাঁজা সহ মহিলা মাদক কারবারি কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রোজিনা আক্তার খুকি (৫৫) শ্রীপুর গ্রামের পাইকের বাড়ির দেলোয়ার হোসেন এর স্ত্রী। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান গ্রেফতারকৃত মহিলা মাদক কারবারি রোজিনা আক্তার খুকির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়।