চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর নির্বাচিত হলেন সহকারী অধ্যাপক মাওলানা মহি উদ্দিন হাছান। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি জামায়াতের রোকন সদস্যদের সর্ব সম্মতিক্রমে আমীর নির্বাচিত হয়ে শপথ গ্রহন করেন। এসময় নোয়াখালী জেলা আমীর অধ্যক্ষ সাইয়েদ আহমদ, জেলা নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল পৌর আমীর মাওলানা আকতার হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাওলানা মহি উদ্দিন হাছান চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ১৯৭৪ সালে জন্ম গ্রহন করেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ/ডাবল কামিল পাস করেন। ১৯৮৮ সালে তিনি বেগমগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব সাফল্যের সাথে পালন করেন। পরবর্তীতে ২০০২ থেকে চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপজেলা নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাওলানা মহি উদ্দিন হাছান। তিনি চাটখিল ও সোনাইমুড়ীর সর্বস্তরের জনগণকে সালাম জানিয়ে দোয়া চেয়েছেন। পাশাপাশি দেশ গড়তে আগামী দিনে সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।