নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত এরশাদ হোসেনের স্ত্রী কোহিনুর বেগম (৬৫) কে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এই ব্যাপারে ভিকটিমের পক্ষে তার ভাবি আলেয়া বেগম গত শনিবার ৩জনের নামে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ঐ গ্রামের বড় বাড়ির মো: ফজলুর রহমান সমীর, ফাতেমা বেগম মুন্নী ও নুর নাহার বেগম গত শনিবার সকালে আলেয়া বেগমের ননদ কোহিনূর বেগমের সাথে লেনদেনের অবশিষ্ট ১হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ মহিলা কোহিনূর কে পিটিয়ে পা-ভেঙ্গে দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে কোহিনূর বেগম কে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তিনি সেখানে এখনও চিকিৎসাধীন রয়েছেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড হয়েছে।
Leave a Reply