মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী) : চাটখিল পৌর শহরের স্কয়ার হাসপাতালের (প্রাঃ) এমডি মো. সোহাগের বিরুদ্ধে প্রতিষ্ঠাতা তিন পরিচালকের নাম বাদ দিয়ে জালিয়াতির মাধ্যমে নিজের নামে হাসপাতালের নিবন্ধন করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল্লাহ মানিক সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে গত সোমবার (১৩ মে) নির্দেশ দেন।
তদন্ত কমিটির সভাপতি ডাঃ খোন্দকার মোস্তাক আহমেদ শনিবার (২৫ মে) বিকেলে জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে সিভিল সার্জন বরাবরে প্রতিবেদন দাখিল করা হবে।