মোজাম্মেল হক লিটন: নোয়াখালীর চাটখিলে হুন্ডির মাধ্যমে তিন বছরে হুণ্ডিতে অর্থ পাচার প্রায় ৫০ কোটি টাকা বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গত বুধবার ভোরে অভিযান চালিয়ে শাহাদাৎ হোসেন (২৩) ও বলাই চন্দ্র দাস (২৬) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, চাটখিল থানার আদর্শ টেলিকম, বাবর টেলিকম, নিউ শাড়ি গ্যালারি অ্যান্ড কসমেটিকসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবসার আড়ালে মোবাইল ব্যাংকিং এজেন্টরা হুন্ডির মাধ্যমে বিদেশে গত তিন বছরে প্রায় ৫০ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
বুধবার অভিযান চালিয়ে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের কাছ থেকে অর্থ পাচারে ব্যবহৃত মোবাইল ব্যাংকিং এজেন্ট সিম, একটি ল্যাপটপ, সাতটি মুঠোফোন, পেনড্রাইভ, চেক বই, ব্যাংকের এটিএম কার্ডসহ নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাৎ হোসেন জানিয়েছেন, তাঁর আপন চাচা কাতারপ্রবাসী মনোয়ার ও সৌদিপ্রবাসী মিজান, হংকংপ্রবাসী মমিনসহ বেশ কয়েকজন প্রবাসী বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করেন। তাঁরা এসব অর্থ দেশে না পাঠিয়ে নিজেদের কাছে জমা রাখেন। তাঁদের কাছ থেকে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে অর্থের ব্যবস্থাপনার কাজটি করে থাকেন শাহাদাৎ। তাঁদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আরও খবর...