চাটখিলে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর, লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় ১৩দিনেও গ্রেফতার হয়নি কেউ
সর্বশেষ পরিমার্জন:
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
৯
বার পঠিত
»»»»» মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী) »»»»»
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপনের চাটখিলের নাহারখীল গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার ১৩দিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হামলাকারী সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে শিপনের আত্মীয় স্বজনসহ পরিবারের লোকজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২০/২৫জনের একদল সন্ত্রাসী শিপনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে শেষে বাড়িতে আগুন ধরিয়া দেয়। আগুনে বাড়ির মূল্যবান মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হলেও এরই মাঝে বাড়ির মূল্যবান সকল মালামাল পুড়ে যায়। শিপন ও তার পরিবার তখন ঢাকায় অবস্থান করছিল।
গত (১৮ সেপ্টেম্বর) শিপন অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত (১৫ সেপ্টেম্বর) বিকেলে তার বাড়ি মেরামতের কাজ পরিচালনাকালে তার ফুফু বকুল বেগম কে একই গ্রামের মৃত খোকনের ছেলে ফয়সাল (২৬) ও তার মা তাসলিমা বেগম (৫০) বলে বাড়ি মেরামত করে কোন লাভ হবে না, এ বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিবে, শিপন এ বাড়িতে আসতে পারবে না। এর পরের দিন সন্ধ্যায় আমার বাড়িতে এঘটনা ঘটায়। দুর্বৃত্তরা তার ঘরে থাকা আলমারির তালা ভেঙ্গে নগদ ১০লাখ টাকা, প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। পরে ঘরের পিছনের দরজাদিয়ে দোতালা উঠে গান পাউডার ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে মূল্যবান মালামাল সহ ভবন পুড়ে যায়। তিনি লুট হওয়া মালামালসহ আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১কোটি ৮০লাখ টাকা উল্লেখ করেন। নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন সাংবাদিকদের জানান, সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায় সন্ত্রাসীদের ভয়ে তিনি ও তার পরিবারের লোকজন গ্রামের বাড়িতে আসছেন না।
তিনি আরো বলেন, ফয়সাল কে আটক করলে অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে। তার বাড়ির লুট হওয়া মালামাল ফয়সালের ভাইদের ঘরে আছে বলেও তিনি দাবি করেন। চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের কে আটক করার চেষ্টা চলছে।