মোজাম্মেল হক লিটন: চাটখিলের খিলপাড়া পশ্চিম বাজার ব্রাক ব্যাংকের সামনের পাকা রাস্তার উপর থেকে, মোঃ আবুল খায়ের (৪৫) নামের এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।
১০ এপ্রিল সোমবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে আসামিকে গ্রেফতার করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী, মোঃ আবুল খায়ের (৪৫), পিতা- মৃত জয়নাল আবদীন, সাং- দক্ষিন শ্রীনগর (দুলা মিয়া বেপারী বাড়ী), নোয়াখলা ইউনিয়ন, থানা- চাটখিল, জেলা নোয়াখালী। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।