চাটখিলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও, সাথে জেএসডি’র মতবিনিময়
সর্বশেষ পরিমার্জন:
শনিবার, ১০ আগস্ট, ২০২৪
২২
বার পঠিত
»»»»» »»»»»
মোজাম্মেল হক, (নোয়াখালী): সরকার পতনের পর উত্তেজিত ছাত্র জনতা চাটখিল থানায় অগ্নিসংযোগ করে। এসময় থানার অস্ত্র লুটপাট হয়। এর পর থেকে থানা-পুলিশের কোন কার্যক্রম না থাকায় উপজেলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন শুক্রবার (৯ আগস্ট) রাতে নির্বাহী অফিসারের বাংলোতে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেন। সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার জেএসডি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। জেএসডি নেতৃবৃন্দ এই ব্যাপারে সার্বিকভাবে সহযোগীতা করার আশ্বাস দেন। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডির সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: শহীদ উল্লাহ’র নেতৃত্বে জেএসডি নেতৃবৃন্দ আলোচনায় সভায় অংশগ্রহণ করেন। এসময় জেএসডি’র জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কাজি নুর ইসলাম ফারুক, পৌর শাখার সভাপতি সার্জেন্ট দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, উপজেলা জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, সাংবাদিক গুলজার হোসেন সৈকত, সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ সহ উপজেলার পৌরসভার ১৮জন নেতা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেএসডি নেতৃবৃন্দের কাছে সহযোগিতা চান। জেএসডি নেতৃবৃন্দ এই ব্যাপারে সরকার পতনের পর থেকে স্ব স্ব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেন এবং এই ব্যাপারে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।