এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি: চাঞ্চল্যকর শাজাহান হত্যাকান্ডে জড়িত সন্দেহে ভিকটিমের ভাই ভাতিজাসহ ০৪ জনকে জেলহাজতে প্রেরণ করে মুক্তাগাছা থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো ১.মোঃ আঃ গনি (৬৬),পিতা-মৃত ইয়ার উদ্দিন ২.মোঃ বাজিত উল্লাহ্ (৫৫),পিতা-মৃত রিয়াজ উদ্দিন ৩.মোঃ রুহুল আমীন (৩০) পিতা-মোঃ ইসমাইল হোসেন ৪.মোঃ হুরমুজ আলী (৩৪) পিতা-মোঃ আঃ গনি, সর্বসাং- ঘাটুরী , থানা- মুক্তাগাছা , জেলা- ময়মনসিংহ ।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়,গত ১০ জুন ‘২৩ দিবাগত রাতে একই সাকিনস্থ নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হয় নিরীহ কাঠমিস্ত্রী শাজাহান আলী । এই মর্মে ভিকটিমের মেয়ে সাজেদা বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা রুজু করে,যার নং-২১,তাং-১০/০৬২০২৩ । হত্যাকান্ডের পর ভিকটিমের পরিবার সদস্য ও স্থানীয় এলাকাবাসীর জবানবন্দির আলোকে গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাস্যবাদ ও চুল চেরা বিশ্লেষণ করে আজ বাংলাদেশ পেনাল কোড ৪৪৮/৩২৬/৩০২/৩৪ ধারামতে গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোপর্দ করে মুক্তাগাছা থানা পুলিশ ।
এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন,ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক শাজাহান হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ০৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং অধিকতর তথ্য সংগ্রহে মামলাটি তদন্তাধীন রয়েছে।
আরও খবর...