নাঈম ইসলাম ,কটিয়াদী (কিশোরগঞ্জ): বাংলাদেশে করোনা মহামারির কঠিন দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় ব্রত ছিলো কটিয়াদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বেচ্ছাসেবক আফজল হুসাইন। তার জন্ম স্থান নরসিংদী জেলার বেলাব উপজেলাধীন ভাওলাচর গ্রামে।
পেশায় তিনি ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট, প্যারামেডিক। দেশে যখন প্রথম ২০২০সালে ৮ই মার্চ করোনা ভাইরাস ধরা পড়ে তখনই তিনি স্বেচ্ছায় করোনা রোগীর সেবা দেয়ার আগ্রহ প্রকাশ করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে তার বায়োডাটা জমা দেন। তিনি নিজ অর্থায়নে করোনা সচেতনতামূলক পোস্টার, ব্যানার লিফলেট, মাস্ক, জীবাণুনাশক বিতরণ করেন। কটিয়াদীতে ইউ.এইচ.এফ.পি.ও ‘র আহ্বানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রোগীদের বাড়ি বাড়ি থেকে করোনার স্যাম্পল কালেকশন করে ছিলো এই আফজল হুসাইন । প্রশিক্ষণের মাধ্যমে অনেক করোনা রোগীর স্যাম্পলও কালেকশন করেছেন তিনি।
করোনা মহামারীকালে যে সকল উদ্যম যুব-কর্মীরা মানুষজনকে সেবা প্রদান করেছিলো তাদের মধ্যথেকে কোভিড-১৯ স্বেচ্ছাসেবকদের সেবাখাতে সরাসরি জনবল নিয়োগ দিয়েছিলো স্বাস্থ্যঅধিদপ্তর।
সেই নিয়োগে আফজল হুসাইনও ছিলো একজন প্রার্থী। শুধু চাকরির প্রার্থীই না,চাকরির আবেদনের যোগদান পত্রে স্বাক্ষর করে ডিজির মহাপরিচালক খুরশিদ আলম। কিন্তু রাজনৈতিক বৈষম্যের কারনে যোগদান করতে পারেননি ।
সেই সকল প্রকার বৈষম্যের দূরীকরণের আশা রেখে আফজল হুসাইন গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ০৮/০৬/২০২০ ইং তারিখের ৪৫.০০.০০০০.১৪০.১১.০০৩.১৭-৭৪৬ নং স্মারক মূলে মেডিকেল টেকনোলজিষ্ট ১২০০ সহ মোট ৩০০০ জনবল নিয়োগের অনুমোদন প্রদান করেন। উক্ত ১২০০ মেডিকেল টেকনোলজিষ্ট পদের মধ্যে হতে মহামান্য রাষ্ট্রপতির প্রমার্জনায় প্রথম দফায় মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাবঃ) পদে ১৮৩ জনের নিয়োগের অনুমতি প্রদান করেন।
উহার প্রেক্ষিতে ১৮৩ জনের মধ্য হতে কাগজপত্র যথাযথ ভাবে যাচাই-বাছাই পূর্বক সঠিক থাকায় চূড়ান্ত ভাবে ১৪৫ জনের নিয়োগ প্রদন্ন বন্য ২৯ এবং রাষ্ট্র ৩০ এদের যধ্যে (দ্বৈততা (Duplication) -১৪, অনুপস্থিত-১২, শুধু মাত্র এসএসসি সনদধারী-০২ জন) এবং বিভিন্ন জটিলতা নিরসনের জন্য ১০ জনের বিষয়ে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত চাওয়া হয়।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রাপ্যতা সাপেক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ২৩/০৭/২০২০ খ্রিঃ তারিখের ৪৫.০০,০০০০.১৪০.১১.০০৩.১৭ (অংশ-১)- ৯৭৩ নং স্মারক মারফরত মহামান্য রাষ্ট্রপ্রতির প্রমার্জনায় ১০ (দশ) অন সহ আইইইডিসিআর, মহাখালী, ঢাকা কর্তৃক মন্ত্রণালয়ে দাখিলকৃত ৪৭ (সাতচল্লিশ) জন মোট ৫৭ জনকে দ্রুততম সময়ের মধ্যে ২য় দফায় নিয়োগের ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন। কিন্তু আমি রাজনৈতিক বৈষম্যের কারনে খুরশেদ আলম কর্তৃক স্বাক্ষরিত যোগদান পত্র পেয়েও যোগ দিতে পারিনি। তাই বর্তমান অন্তবর্তীনকালীন সরকারের প্রদান উপদেষ্টার কাছে অনুরোধ রইলো উক্ত পদে আমাকে যেন যোগদানে সু-ব্যবস্থা করে দেন।
তৎকালীন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, আফজল বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন গ্রাম থেকে করোনা উপসর্গ থাকা রোগীদের স্যাম্পল সংগ্রহ করছেন। এছাড়াও তিনি নিজ অর্থায়নে করোনার সচেতনতামূলক পোস্টার, ব্যানার, লিফলেট, মাস্ক, জীবাণুনাশক বিতরণ করেছিলো।