পাকা সড়কের পাশে নতুন বাড়ির মাটি ভরাট করতে গিয়ে, অসচেতনতার কারণে সড়কে ও ফেলা হয়েছে মাটি। বৃষ্টিতে সেই মাটি ভিজে সড়ক কাদায় একাকার। বেহাল সড়কে পথ চলতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছে পথচারীরা। কাদায় পিছলা হয়ে গাড়ির চাকা এদিক ওদিক ছুটাছুটি করায় দুর্ভোগ পোহাচ্ছেন চালকেরা। রোববার (১৯ মার্চ) সকালে বৃষ্টির পর ছাগলনাইয়া-বক্সমাহমুদ রুটে
ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদের রাস্তার মোড় ( চাঁদগাজী ) থেকে ছাগলনাইয়া মুখি ঈদগাহ্ পর্যন্ত, গুরুত্বপূর্ণ সড়কে এ অবস্থা দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সড়কে কাদায় একাকার। পথচারীরা খালি পায়েও সড়কে চলাচল করতে পারছে না। কাদার কারনে চাকা পিছলা হয়ে যাওয়ায় সিএনজি চালকেরা যাত্রী নিয়ে বিপাকে পড়েছে। একই অবস্থা অটোরিকশা ও ইজিবাইকের।
স্থানীয় চারজন ব্যবসায়ী বলেন, সড়কের পাশে নতুন বাড়িতে মাটি ভরাট চলছে। অন্য জায়গা থেকে ট্রাকে করে মাটি এনে ফেলা হচ্ছে এখানে। আর এই মাটি আনার সময় ট্রাক থেকে মাটি পড়ে যাচ্ছে সড়কের ওপর।
আরও খবর...