মশি উদ দৌলা রুবেল, ছাগলনাইয়া: ফেনী জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ছাগলনাইয়া বাজারের আওয়ামিলীগ অফিসখ্যাত, (দুঃসময়ের নেতাকর্মীদের বিনা পয়সার হোটেল) আরজু হোটেলের মালিক, পশ্চিম দেবপুর নিবাসি জনাব সিরাজ উদ্দৌলাহ মজুমদার অদ্য বিকাল ৪ঃ৩০ঘটিকায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুম সিরাজ উদ দৌলা মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের। মৃত্যুর আগ পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে ছিলেন। আজ বিকেলে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন এই বর্ষীয়ান আওয়ামী রাজনীতিবিদ।
আজ বেলা ১১ টায় পশ্চিম দেবপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর আসনের সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন হাজারি এম পি।
এছাড়াও মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, বি আর ডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। মরহুম সিরাজ উদ দৌলার মৃত্যুতে ফেনী জেলার আওয়ামী লীগের এক উজ্জ্বল নক্ষত্র বিদায় নিল, তার মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা অপুরনিয়। শোককে শক্তিতে পরিনত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান ছাগলনাইয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
নাগরিক ভাবনা/এইচএসএস