মারুফ হোসেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের হরতালের আগের রাতে গত শনিবার (১৮ নভেম্বর) চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন চান্দগাঁও আবাসিক এলাকার সম্মুখে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাসটি কালুরঘাট নিউমার্কেট ১ নম্বর রুটে চলাচল করে। আগুন লাগার সময় গাড়িটি পার্কিং অবস্থায় ছিল।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. বাহার উদ্দিন বলেন, চান্দগাঁও আবাসিক এ ব্লকের সামনে রাস্তায় বাসে আগুন লাগে। ৯টা ৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, আগুন লাগা বাসটির চালককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। চালকের সাথে কথা বলে জানা গেছে, চাকা পাংচার হওয়ায় চালক বাসটি পার্কিং করে চাকা খুলছিলেন। এসময় যাত্রীরাও নেমে যায়। চালক যখন পেছনে চাকা লাগানোর কাজ করছিলেন তখন বাসের সামনের দিকে আগুন জ্বলে উঠে। তবে আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। প্রত্যক্ষদর্শী লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনাটি আসলে কোনো নাশকতা কিংবা স্বাভাবিক ঘটনা কি না আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।