মুন্সি শাহাব উদ্দিনঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা হেফাজত হতে আটককৃত যুবলীগ নেতা সাইফুল পলায়ন করায় ওসি রাশেদুল ইসলাম সহ তিন পুলিশকে প্রত্যাহার করা হয়। সোমবার ৯ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। নতুন ওসি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন আরিফুর রহমান
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর বেলা কথিত যুবলীগ নেতা সাইফুল ইসলাম সজিবকে কলাউজান বাংলাবাজার বাহাদুর পাড়ার আব্দুল আলমের বাড়ি হতে স্থানীয় জনসাধারণ আটক করে। পরে তাকে রশি দিয়ে বেঁধে লোহাগাড়া থানার সামনে নিয়ে যাওয়া হয়। থানার সামনে অবস্থান নেন সাধারন মানুষ। থানায় নিয়ে গিয়ে তাকে কর্তব্যরত অফিসার আমির হোসেনের নিকট সোপর্দ করা হয়। কিন্তু থানা হেফাজত হতে যুবলীগ নেতা সাইফুল পলায়ন করে।
সাধারন মানুষের অভিযোগ, , যুবলীগ নেতা সাইফুলকে পুলিশের সহায়তায় অবৈধ দক্ষিণা নিয়ে পলায়ন করার সুযোগ করে দেওয়া হয়।
এ ঘটনায় লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এস আই নাছিমা আক্তার ও সেন্ট্রি কনস্টেবল এনামুল হককে প্রত্যাহার করা নেওয়া হয়েছে। পলাতক সাইফুলের বিরুদ্ধে গরু চুরি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে বলে জানা যায়। রয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও।
ঘটনার বিষয়ে লোহাগাড়া থানার সদ্য প্রত্যাহার হওয়া ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘আমি বাসা থেকে থানায় আসতে আসতে সাইফুল কোন ফাঁকে পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িত কয়েকজন কনস্টেবলের বিরুদ্ধে ইতোমধ্যে আমি উর্ধতন মহলে রিপোর্ট করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, ‘স্থানীয়রা যুবলীগ নেতা সাইফুলকে ধরে থানায় হস্তান্তর করেন। পরে সাইফুল কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’