গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আবেদন জমা মিশুকের
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
৪৮
বার পঠিত
»»»»» »»»»»
রাজু আহমেদ, রাজবাড়ী : গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত তথ্য জমা দিয়েছে আরিফুর রহমান মিশুক । সোমবার দুপুরে উপজেলা মাঠ থেকে তার সমর্থকদের সাথে নিয়ে শত শত মোটরসাইকেল যোগে শোডাউন নিয়ে আনন্দ মুখর পরিবেশে জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তার জীবন বৃত্তান্ত জমা প্রদান করেন।
সিভি প্রদান দিয়ে এসে সকলের দোয়া চেয়ে আরিফুর রহমান মিশুক জাতীয় দৈনিক নাগরিক ভাবনাকে বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি শিক্ষা জীবনের শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম,আমি গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে সিভি জমা দিয়েছি। যদি আমি উপজেলা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক দায়িত্ব পাই তাহলে সাধারণ ছাত্র দের নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করে যাবো।আমি সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী।