গোয়ালন্দে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে পল্লী মঙ্গল কর্মসূচি’র ত্রাণ সহযোগিতা
সর্বশেষ পরিমার্জন:
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
২২
বার পঠিত
»»»»» »»»»»
রাজু আহমেদ, রাজবাড়ী : গোয়ালন্দে বন্যা দুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা করছেন পল্লী মঙ্গল কর্মসূচি। ১৪ই আগস্ট বুধবার দুপুরের দিকে বাস স্ট্যান্ড এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচির অফিস কার্যালয় থেকে এই ত্রাণ সমগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী এরিয়ার এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান, আইসিটি বিভাগের শুভ সাহা, জোনাল একাউন্টেন্ট রাকিব হাসান,শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য এর আগে গোয়ালন্দের চারটি ইউনিয়ন এবং একটি পৌরসভার ১ হাজার জনসাধারণকে স্বাস্থ্য সেবা দেয়া হয়।
সংস্থাটির কর্মকর্তারা জানান, আমাদের সদস্য ছাড়াও মোট ১০০ জন সাধারণ জনগণের মাঝে এ ত্রান সমগ্রী দেয়া হলো। ত্রাণসমূহের মধ্যে ছিল চাল ১০ কেজি, ডাল ২ কেজি,আলু ৩ কেজি, লবন ১ কেজি, সোয়াবিন তেল ১ লিটার ও স্যালাইন এক বক্স এবং পল্লী মঙ্গল কর্মসূচি লেখা বস্তা।