গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নে বিএনপির উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ সংক্রান্ত আলোচনা সভা
সর্বশেষ পরিমার্জন:
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
১০২
বার পঠিত
»»»»» »»»»»
রাজু আহমেদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫টার দিকে ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে চর বালিয়াকান্দি সরকারি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মোল্লার সঞ্চালনায় বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী খান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন,গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাসেম মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার,ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ রহমান, উপজেলা যুব দলের সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবু সাইদ মন্ডল, পৌর যুব দলের সদস্য সচিব কামরুজ্জান কামরুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলামসহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।