রিমন রাজভর, গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ঘোষপাড়া কলেজ রোড সংলগ্ন নিজস্ব আড়াই শতাংশ জমিতে পাঁচ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র গোবিন্দগঞ্জে নেশাজাতীয় ওষুধ বিক্রিতে বিসিডিএস সমিতির কঠোর নজরদারি আশা করেন। সেই সাথে সঠিক মূল্য ও মানের ওষুধ ক্রয়ে ক্রেতা সাধারণ উপকৃত হবে জানিয়ে নতুন ভবন নির্মাণ কাজে সহযোগিতার আশ্বাস দেন।
বিসিডিএস গোবিন্দগঞ্জ সমিতির সভাপতি নজরুল ইসলাম আকন্দ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো. আব্দুল কাদের, বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও রংপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. খন্দকার মারুফ এলাহী, গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রশিদ, বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও গাইবান্ধা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ম্যানেজারস ফোরামের সভাপতি খালিদ হোসেন, ডা. আব্দুল করিম দুলু। মেহেদি হাসানের সঞ্চালনায় বিসিডিএস’র গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিসিডিএস এর আয়োজনে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে ভিত্তি প্রস্তর স্থাপনের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।