গোবিন্দগঞ্জে পত্রিকা বিক্রেতাদের বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ছাতা উপহার
সর্বশেষ পরিমার্জন:
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
৪৭
বার পঠিত
»»»»» »»»»»
মোঃ জাফর ইকবাল রানা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পত্রিকা বিক্রেতাদের ছাতা উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (২৮ আগষ্ট) সকালে এজেন্টদের কাছ থেকে সংবাদপত্র নিয়ে ১০ বিক্রেতা প্রতিদিনের মতো বের হয়েছিলেন বিলির কাজে। গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে পা রাখার আগেই হঠাৎ করে চৌমাথার মোড়ে তাঁদের চমকে দিলেন বসুন্ধরা শুভসংঘের কর্মীরা।
আচমকা তাঁদের মাথায় উপহার হিসেবে মেলে ধরা হলো ছাতা। হকচকিত সংবাদপত্র বিক্রেতারা হয়ে গেলেন আবেগাপ্লুত।
বসুন্ধরা শুভসংঘের নাম বলতেই সংগঠনের তরুণদের জড়িয়ে ধরলেন আমিনুল ইসলাম (৬৫)। একগাল হেসে বললেন,প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সরকারি দপ্তর ও মানুষের বাড়ি বাড়ি তাঁদের পছন্দের কাগজ পৌঁছে দিই।
এই কাজে যা আয় হয় তা দিয়ে অনেক প্রয়োজনীয় জিনিসই কেনা সম্ভব হয় না।’ পরে আঞ্চলিক ভাষায় বললেন, ‘এই যে ছাতাটা তোমরা হামাগরের মাথাত ধরিচ্চ তার যে কি দরকার আছিলো কবার ভাষা নাই। আল্লাহ তোমাগরের ভালো করবি।
বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে কেন্দ্রীয় কমিটির এই ছাতাগুলো এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণকারী শুভসংঘের বন্ধুদের মধ্যে উপহার হিসেবে বিতরণ করা হয়।
দ্বিতীয় দফায় ছাতা পেলেন সংবাদপত্র বিক্রেতা মো. হেলাল উদ্দীন প্রধান, মোছা. রশিদা বেগম, আমিনুল ইসলাম, ময়নুল ইসলাম, বুলু মিয়া, রাজু প্রধান, আয়নাল মিয়া, সাজু শেখ, বিকাশ সরকার ও রানা ইসলাম। বসুন্ধরা শুভসংঘ জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব বলেন, ‘ছাতা উপহার পেয়ে গোবিন্দগঞ্জের হকাররা এত ভালোবাসা জানিয়েছেন তা বলে বোঝানো মুশকিল। তাঁরা বসুন্ধরা গ্রুপের সবার জন্য দোয়া করেছেন।’ উপহার বিতরণ অনুষ্ঠানটি সমন্বয় করেন গোবিন্দগঞ্জ শুভসংঘের বন্ধু সাঈদ পাপ্পু, অর্কিক সুলতান, হেমন্ত সরকার ও ইমুল ইসলাম প্রমুখ।