শেখ হাসান মামুনঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভা শেষে টুঙ্গিপাড়া যাওয়ার পথে গাড়ি থামিয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের পর টুঙ্গিপাড়ার ভাঙ্গারহাটের খালপাড়ে দাঁড়িয়ে তিনি নৌকাবাইচ উপভোগ করেন।
কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা শেষে নিজ বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার পথে ভাঙ্গারহাটের খালে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখলে তিনি দাঁড়িয়ে যান।
এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নৌকার মাঝিদের শুভেচ্ছা জানালে হর্ষধ্বনি আর বাদ্যের তালে তালে প্রধানমন্ত্রীকে তারা অভিবাদন জানায়। নৌকাবাইচ উপভোগ শেষে গাড়িতে করে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
Leave a Reply