গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে দুই লক্ষ টাকা জরিমানা
সর্বশেষ পরিমার্জন:
সোমবার, ১৫ জুলাই, ২০২৪
৩১
বার পঠিত
»»»»» »»»»»
অরবিন্দ রায় : গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে ব্যবহারের দায়ে ২ জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় তিতাস গ্যাস ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মামুনুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অবৈধ গ্যাস সংযোগকারী মোঃ সফিকুল ইসলামকে ১ লাখ টাকা ও আসাদুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মামুনুর রহমান, উপ-ব্যবস্থাপক ফয়সাল আহমেদ, শেখ জাবের নূরানী,সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল,সহকারী কর্মকর্তা সোহেল রানা, মামুন আল সাদিদ, আল আমিন উপস্থিত ছিলেন।