গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৫০ পিস ট্যাপেন্টাডল সহ এক মাদক কারবারি গ্রেফতার
সর্বশেষ পরিমার্জন:
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
১৯
বার পঠিত
»»»»» »»»»»
মোঃ জাফর ইকবাল রানা (গোবিন্দগঞ্জ) :গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশা জাতীয় ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাহাদুর নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি বাহাদুর রহমান (৩৭) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এই অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড়ে গোবিন্দগঞ্জ – দিনাজপুর আঞ্চলিক সড়কের উপর চেকপোস্ট স্থাপন করা হয়। সন্ধ্যার দিকে একটি সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাহাদুরকে গ্রেফতার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি বাহাদুর অত্যন্ত সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।