সাহিম রেজা, স্টাফ রিপোর্টার: প্রতিবন্ধীদের ভাতা নূন্যতম ৭ হাজার টাকা করাসহ ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সমূহের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলাম, রাশেদুল শেখ, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম প্রধান, আজাদ সরকার প্রমখু।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ভাতা নূন্যতম ৭ হাজার টাকা এবং চাকরির সম-অধিকার নিশ্চিত করাসহ ৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দরা।
এ কর্মসূচিতে জেলার অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংঘ, আদর্শ প্রতিবন্ধী কল্যণ সংস্থা, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।