সাহিম রেজা, স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় আন্তঃজেলা গরুচোর দলের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ এপ্রিল ) দুপুরে গাইবান্ধা সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।
পুলিশ সুপার বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদর থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার্থে এক গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি চোরাই গরুসহ ৪ জন চোর দলের সদস্যকে গ্রেফতার হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার সাজ্জাদুল ইসলাম (২৩), রাজশাহীর বিজয় ইসলাম পিচ্চি বাবু (১৯), রেজাউল শেখ (৪০), গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ(২৭)।
গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন আরও বলেন, সংঘবদ্ধ এ চক্র গরু গুলোকে অজ্ঞান করে ট্রিপল দিয়ে ঢেকে পণ্যবাহী ট্রাকের মতো সাজিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাচার করেন। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।