গাইবান্ধা সদর উপজেলার কুপতলার পশ্চিম দুর্গাপুর এলাকা হতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৩টার দিকে এই লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ঐ এলাকার জনৈক্য রাজা মিয়া বিকাল আনুমানিক ৩ ঘটিকার দিকে ঘাস কাটতে গিয়ে মরদেহটি পরে থাকতে দেখেন। পরে তিনি ডাকাডাকি শুরু করলে আরো অনেকে এসে উপস্থিত হয়।
পরে গাইবান্ধা সদর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া জায়নি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি থানায় আনা হয়েছে। তার পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।
সাহিম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।
সাহিম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
Leave a Reply