হুমায়রা রহমান সেতু, গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে(গবি)বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।বুধবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
দেশব্যাপী ছাত্র-জনতার ওপর নির্যাতন, নিপীড়ন, গণ-গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে শোভাযাত্রা, সংহতি ও শিক্ষক সমাবেশ করেছেন গবির শিক্ষকরা। শিক্ষার্থীদের বিনা অপরাধে এবং মিথ্যা মামলায় তুলি নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা জানিয়ে গবির একাডেমিক ভবনের সামনে সমবেত হন বিভিন্ন বিভাগের প্রায় ৫০-৬০ জন শিক্ষক।
ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ তন্নি বলেন, ‘আমাদের প্রত্যেকের হৃদয় আজ ক্ষত-বিক্ষত কারণ আমরা আসলে এত লাশ দেখতে প্রস্তুত নই। বিশেষ করে, আমাদের শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে, এটা আমাদের খুবই কষ্ট দিচ্ছে। আমরা চাই, আমাদের ছাত্রছাত্রীদের আর কষ্ট না দেওয়া হোক, কাউকে অকারণে ধরে না নেওয়া হোক। আমাদের একজন নিরীহ শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে, তাকে দ্রুত ছেড়ে দেওয়া হোক।’
এ বিষয়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নিলুফার সুলতানা জানান, ‘গত এক মাসে যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে, তা গণহত্যার চেয়ে কম কিছু নয়। আমরা শুধু একটাই দাবি করি, এই নির্যাতন বন্ধ হোক। আমাদের টাকায় কেনা আর একটা গুলিও যেন আমাদের শিক্ষার্থীদের হত্যা না করে। আর সেই সাথে আমাদের শিক্ষার্থী তানভীর সহ আটককৃত সকল শিক্ষার্থীদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে।’
উল্লেখ্য, সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করছে।
নাগরিক ভাবনা/এইচ