ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার পাইথল গ্রামের স্কুল শিক্ষক আব্দুল বারীর উপর হামলা ও হত্যা চেষ্টায় মারধর করার কথা অভিযোগ উঠেছে ।
শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২ টার দিকে নিজ বাড়ির ওঠানে হামলা ও মারধরের শিকার হয় ওই শিক্ষক। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শি আব্দুল হামিদের সাথে বলে জানা যায়, হঠাৎ করেই জামাল, কুদ্দুস ও জামালের স্ত্রী নার্গিস আব্দুল বারী কে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে তার বুকে পিঠে এলোপাথাড়ি মারধর করলে আব্দুল বারী মাটিতে লুটিয়ে পরে জ্ঞান হারিয়ে ফেলে। হামলার সময় জামাল বলতে থাকেন আজকে তরে খুন করেই ফেলব, তরে আর বাঁচিয়ে রাখবনা।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, প্রতিবেশী জামাল (৪৫), জামালের চাচা কুদ্দুস, জামালের স্ত্রী নার্গিস সহ আরো কয়েকজনের নেতৃত্বে হামলা ও মারধরের ঘটনা ঘটে। কয়েকদিন আগে জামালের ছোট ভাই আশরাফুল আব্দুল বারীর বাড়ির ওঠান থেকে একটি ছাগল ধরে নিয়ে মেরে পুকুরে ফেলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষককের পরিবার এর আগেও একাধিকবার আব্দুল বারী, তার স্ত্রী ও পরীবারের লোকজনের উপর হামলা হয়েছে বলে জানিয়েছে শিক্ষকের পরিবার।
ন/ভ