উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে । ডুবুরী দল ৪ ঘন্টা ধরে চেষ্টা করেও লাশ উদ্ধার করতে পারেনি। সোমবার ১০ ই জুন জার্নিপুর ঘাটে বেলা দশটার সময় এ ঘটনা ঘটে।
নিখোজ আমান(১৪) খোকসা একতারপুরে গ্রামের হাসান আলী ছেলে।
জানা যায়, আমান স্থানীয় একটি হাইস্কুলে ৮ম শ্রেনীতে পড়াশোনা করে। সোমবার সকালে ক্লাস ছুটি হলে সে বন্ধুদের সাথে জার্নিপুর ঘাটে গোসলে নামে। পানিতে নামার সাথে সাথে সে স্রোতের পাকে তলিয়ে যায়। বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রা চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। তারা প্রায় ৪ ঘন্টা ধরে চেষ্টা করেও লাশ উদ্ধার করতে পারেনি।