মোঃ রিপন হোসেন ফুলতলা (খুলনা): খুলনা যশোর মহাসড়কে গাছ,কাঠ ইট বালু ও অন্যান্য জিনিস পত্র রেখে ফুটপাত দখল করে আছে প্রভাবশালী ব্যাবসীওসমিল মালিকরা। দেখার কেউ নাই। প্রতিদিন দুর্ঘটনায় আহত ও নিহতদের তালিকা দির্ঘ হচ্ছে।ব্যাবসীওসমিল মালিকরা কোন কর্ণপাত করেনা। ফুলবাড়ী থেকে ফুলতলা পর্যন্ত ১০/১৫টা সমিল আছে।এই সমস্ত সমিলের বড় বড় কাঠের লগ ও সমিলের অপসাইজ কাঠের গুঁড়ি খুলনা যশোর মহাসড়কের পাশে এমন ভাবে রেখেছে যে, দুই দিক দিয়ে দুইটি গাড়ি আসলে ফুটপাত দিয়ে চলার কোন জায়গা নেই। কোন একটি গাড়ি যদি ব্রেক না করে তাহলে দুর্ঘটনা অনিবার্য। এখানে এক লেনের রোড হাওয়া চলাচলের যুকি বেশি। এ ছাড়া ও রয়েছে ফার্নিচার,ইট ,বালু পাথরের ব্যাবসা। সবাই যার যার মতো ফুটপাত দখল করে ব্যাবসা করছে। এমন কোন দিন নাই এই সব এলাকায় দুর্ঘটনা না ঘটে । কাঠের গুঁড়ি,ইট ও পাথর রাস্তার পাশে থাকায় গ্যাঞ্জাম হলে ,এগুলি ভীষণ ভাবে ব্যবহার হতে দেখা যায়। শত শত বার এমন ঘটনা আগে আসছে।
এই সব এলাকার মানুষের দাবী। জরুরী ভিত্তিতে রোডের পাশ থেকে এই সমস্ত কাঠ, বাঁশ,ইট, বালু, পাথর ও অন্যান্য যে সমস্ত ব্যাবসায়ীরা ফুটপাত দখল করে আছে, তাদের অতিদ্রুত উচ্ছেদ করার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।