শাহাদাত হোসেন নোবেল ,খুলনা : দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের সরকারি রাস্তা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকার গাছ কেটে নিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা। খবর পেয়ে দিঘলিয়া উপজেলায় মোতায়েন ও টহলরত সেনা সদস্যরা কিছু গাছের লক উদ্ধার করে রাস্তার পাশে রেখে আসলেও গাছের লকগুলো সংরক্ষণ করা বা উপজেলা প্রশাসনের জিম্মায় আনা হয়নি। রাস্তার পাশে যত্রতত্র পড়ে আছে। এদিকে লুট হওয়া সরকারি গাছগুলো উদ্ধারে নেওয়া হয়নি কোনো আইনী পদক্ষেপ।
দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকা সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার জঙ্গুসিয়া, মহিষদিয়া ও গাজীরহাটসহ বিভিন্ন গ্রামের সরকারি রাস্তার পাশ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকার গাছ কেটে নিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা। তারা প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে গেলেও কোনো মহল এ ব্যাপারে কোনোরূপ আইনী পদক্ষেপ গ্রহণ করে নি। শেষ মুহূর্তে খবর পেয়ে সেনাবাহিনীর চৌকস টিম টহলে গিয়ে কিছু গাছের লক উদ্ধার করে। যে লকগুলো রাস্তার পাশে এলোমেলোভাবে পড়ে আছে। গাজীরহাট এলাকার নায়েব লকগুলো পরিদর্শন করে এলেও সেগুলো সংরক্ষণ বা নিরাপদ স্থানে স্থানান্তর করার পদক্ষেপ গ্রহণ করেন নি বলে এলাকাবাসী সংবাদিকদের জানান।
এদিকে দুর্বৃত্তরা গাজীরহাট এলাকায় গাছ কাটার সময় কয়েকটা গাছ আংশিকভাবে কেটে রেখে দিয়েছে। সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার কারণে গাছগুলো আর কাটতে পারেনি। এগাছগুলো অপসারণ না করলে যে কোনো সময় ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান।
এদিকে সরকারি রাস্তার পাশ থেকে ও প্রতিষ্ঠান থেকে যে সকল চিহ্নিত দুর্বৃত্তরা সরকারি গাছ কেটে নিয়ে গেছে তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। যে সকল গাছের লক উদ্ধার হয়েছে সে লকগুলো নিরাপদ স্থানে স্থানান্তর না করা হলে তাও উধাও হয়ে যেতে পারে বলে এলাকাবাসী এ প্রতিবেদককে জানান।
আরও খবর...