খুবি প্রতিনিধি: রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির আয়োজনে ও ব্র্যাকের ক্যারিয়ার হাবের সহযোগিতায় ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার (বিল্ডিং ব্রিজেস টু এ ব্রাইট ফিউচার)’ শীর্ষক এক সেমিনার ২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি বলেন, চাকরির বাজারে সেরা প্রমাণের জন্য নিজেদের বহুগুণে যোগ্য করে তুলতে হবে। বিশেষ করে নেতৃত্বগুণ, প্রযুক্তিতে দক্ষতা অর্জন, স্মার্টনেসসহ অন্যান্য গুণাবলী আত্মস্থ করতে হবে। এজন্য পড়ালেখার পাশাপাশি কো-কারিকুলা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত থাকতে হবে। নিজেকে অন্যের চেয়ে যোগ্য ও দক্ষ হিসেবে প্রমাণ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মোটিভেশনাল স্পিস বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে গুরুত্বসহকারে শোনা হয়। তিনি চাকরি নেওয়ার চেয়ে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করে যাতে অপরের চাকরি দিতে পারি, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। আমাদেরও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে। অপরকে চাকরি দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, আজকের সেই সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের বেশিরভাগই ছাত্রী। এ থেকে প্রমাণিত হয়, নারীরা পিছিয়ে পড়তে জানে না। দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি তারাও সমানভাবে অবদান রাখতে চায়। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সিভি লেখার জন্য বিভিন্ন ফরমেটের ব্যাখা তুলে ধরেন। বিশেষ করে নিয়োগদানকারী প্রতিষ্ঠান যে ফরমেটে সিভি প্রত্যাশা করে, সে ফরমেটেই শিক্ষার্থীদের সিভি লেখার জন্য আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি অজয় মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর ও ইভেন্ট চেয়ার শাফায়েত ইসলাম শুভ। উদ্বোধনী অনুষ্ঠানের পর কি-নোট স্পিকার হিসেবে শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ, কমিউনিটি স্কিল ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্র্যাক ব্যাংকের ট্যালেন্ট অ্যাকুইজিশন এন্ড এমপ্লয়ার ব্রান্ডিং এর সহযোগী ব্যবস্থাপক রাকিব মোস্তাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাফিয়া ওয়াহিদ নির্ঝর ও এস সৈকত। এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, রোটার্যাক্ট পারপস পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।