কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরাসরি রেকর্ডের খাল ভরাট করে ইকোনমিক জোনের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকায় অবস্থিত ইকোনমিক জোনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান সুরুজ, মাইজহাটি গ্রামের সাবেক সেনা সদস্য একে এম তাহের উদ্দিন, জুনাওয়াল গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ জামাল উদ্দিন, পাটুয়াভাঙা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ স্বপন মিয়া, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন লিটন, পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ৮নং ওয়ার্ডর ইউপি সদস্য হাদিউল ইসলাম, শিক্ষানবীশ আইনজীবী ও বিএনপি নেতা মোঃ আওলাদ হোসেন প্রমুখ। এ সময় পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ৬টি এলাকার শতাধিক মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, কালিয়াচাপড়া সুগার মিল সরকারের কাছ থেকে লিজে নিয়ে ইকোনমিক জোন প্রতিষ্ঠার নামে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। পাকুন্দিয়া উপজেলার শালংকা, বিশুহাটি, জুনাইল, জৈত্রা, মাছিমপুর, পাঁচলগোটা, মাইজহাটিসহ সাতটি গ্রাম ও পাঁচটি বিলের পানি এই ইকোনোমিক জোনের ভিতর দিয়ে প্রবাহিত খালের মাধ্যমে নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু ইকোনমিক জোনের সীমানা প্রাচীর নির্মাণের নামে ইচ্ছাকৃত ভাবে খালটি বন্ধ করায় আমন ধানসহ ওই এলাকাগুলোর ফসলের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। বিগত বছরও এই খালটি বন্ধ থাকায় সাতটি গ্রামের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন থেকে আহ্বান জানায় এলাকাবাসী।
আরও খবর...