বুলবুল আহমেদ, সিংড়া (নাটোর) : ঈদুল আজহা উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় ঈদে সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন এতিমখানা, কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিদের মাঝে বিনামূল্যে ৬১০কেজি লবণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবারে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই লবণ বিতরণ করা হয়। লবণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামি ফাউন্ডেশনের এফএস শফিক মাহমুদ। এসময়, উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, এছাড়াও বিভিন্ন এতিমখানা কওমি ও হাফিজিয়া মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিং এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানি দাতারা তাদের পশুর চামড়া বিভিন্ন এতিমখানা মসজিদ এবং মাদ্রাসায় দান করেন। যে সকল প্রতিষ্ঠানে চামড়া দান করা হয় তারা প্রাপ্ত চামড়ায় যথা সময়ে লবণ দিতে পারেন না আর্থিক অসচ্ছলতার কারণে। এ কারণে অনেক চামড়া নষ্ট হয়ে যায়। সেই সাথে দান গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। দান করা কোরবানির চামড়া যাতে এক ইঞ্চিও নষ্ট না হয় সেই জন্যেই বিনামূল্যে এই লবণ বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য, মোট ৩২ টি প্রতিষ্ঠানে ৬১০কেজি লবণ বিতরণ করা হয়েছে।