গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের কোনাবাড়ি – কাশিমপুর আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৭ কিলোমিটার এ সড়কটি সংস্কারের দাবীতে এলাকাবাসী, কারখানার শ্রমিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেছে। মঙ্গলবার বিকাল ২:৩০ টায় মহানগরীর কোনাবাড়ি কাশিমপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মাসের মধ্যে সংস্কার কাজ শুরু না করলে ৩০ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে । জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কটির ৭ কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দে ভরা।
সড়কটি গত দশ বছরেও সংস্কার না হওয়ায় কাদামাটি ও পানি জমে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার কারখানা শ্রমিক ও আশেপাশে ১০-১২ টি গ্রামের বাসিন্দারা চলাচল করছেন ঝুঁকি নিয়েই। সামান্য বৃষ্টি হলে এসব খানাখন্দ ভরপুর হয়ে রাস্তা তলিয়ে যায়। তখন সাধারন মানুষের দুর্ভোগের সীমা থাকে না।
মানববন্ধনের ৯ নং ওয়ার্ড বাসিন্দা শিক্ষক আনিসুর রহমান জানান, এ আন্দোলন সরকার বিরোধী নয়। মানুষের দুর্ভোগ লাগবের আন্দোলন। এ মাসের মধ্যে সংস্কার কাজ শুরু করা না হলে ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী পালন করবে এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় সোলায়মান মিয়া, কামরুন নাহার মুন্নী, আঁকলিমা আক্তার আঁখিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
n/v