ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি : কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাস থেকে প্রায় ১৩ মাইল দূরে কুষ্টিয়া শহরে পদযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ কুষ্টিয়ার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পদযাত্রার একপর্যায়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন।
রোববার (১৪ জুলাই) সকাল ১০ টায় কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে একত্রিত হয় শিক্ষার্থীরা। পরবর্তীতে চৌড়হাস থেকে মজমপুর পর্যন্ত গণ পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীদের পক্ষ থেকে ৭ জন প্রতিনিধি ডিসির অনুপস্থিতিতে এনডিসি মহসীন উদ্দিনের নিকট স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের দাবি তুলে ধরেন। এসময় শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা থাকবে সংসদে অধিবেশন ডেকে আমাদের দাবিগুলো আমলে নিয়ে কমিটি গঠন করে বৈষম্যমূলক কোটা সংস্কার করবে।
এছাড়া শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করে দাবিদাওয়া মেনে নিয়ে আমাদের ক্লাসরুমে ফিরিয়ে দিক। স্মারকলিপি গ্রহণকালে এনডিসি মহসীন উদ্দিন বলেন, আমরা আপনাদের স্মারকলিপি হাতে পেয়েছি। স্মারকলিপিটি আমরা সময়মতো রাষ্ট্রপতির নিকট পৌঁছে দিবো।