জিয়াউর রহমান : কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে মাগুরায় শোক মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় মিছিল বের করতে পারেনি জেলা বাম গণতান্ত্রিক জোট। মাগুরা প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে গতকাল বুধবার সাড়ে ১১ টায় সমবেত হতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয় তাদের।
বাম জোটের নেতারা জানান, কোটা সংস্কার আন্দোলনের নিহত ব্যক্তিদের স্মরণে এবং সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে শোক মিছিলের কর্মসূচি দেয় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ। কর্মসূচিকে ঘিরে মাগুরায় গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা জড়ো হন। পরে নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ সদস্যরা চৌরঙ্গী মোড়ে অবস্থান নেয় এবং পুলিশ পূর্ব ঘোষিত কর্মসূচিতে বাধা দেয়। ফলে পুলিশি বাধায় মিছিলের কর্মসূচিটি পন্ড হয়ে যায়।
এ সময় কর্মসূচিটি পুলিশের বাধার মুখে মাগুরা সড়কে বিক্ষোভ সমাবেশটি করতে পারেননি। বিক্ষোভ সমাবেশ না হলেও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)মাগুরা জেলা শাখার আহবায়ক শম্পা বসু, বাংলাদেশ জাসদ জেলা জেলা শাখার আহবায়ক এটিএম মোহাম্মদ আলী, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজসহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা হত্যার বিচার ও হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি জানান এবং নিহত ছাত্র জনতার স্মরণে বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ শোক মিছিলে বাধা দেওয়ার ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে এর নিন্দা জানান।