পিরোজপুর প্রতিনিধি : মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একাই নেতা আমরা সবাই তার কর্মি, যে নৌকার বিরোধিতা করবে সে আওয়ামীলীগের কেহ না। আসুন আমরা সকলে মিলে জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশে দেশগড়ি। জন গনের উদ্যেশে তিনি বলেন আপনারা আমাকে ভোটদিয়ে এমপি বানিয়েছেন আমি আপনাদেন প্রজা আপনারাই প্রকৃত মালিক আমি আপনাদের একজন খেদমতগার। শনিবার ১৩ জুলাই সকালে পিরোজপুরের ইন্দুরকানীতে এই প্রথম উপজেলা কৃষক লীগের উপজেলার সরকারি সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মলনে প্রধান অতিথির এমপি শ ম রেজাউল করিম বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। শ ম রেজাউল করিম এসময় আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাছবে, এ চিন্তা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পানির সেচ সুবিধার জন্য বোরো মৌসুমে ডিজেল ক্রয়ের টাকা প্রদানসহ নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। একজন কৃষক দশ টাকায় ব্যাংকে একাউন্ড খোলার সুযোগ পেয়েছেন। সরকারের এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা কম খরচে ফসল উৎপাদন করতে পারেন এবং এ দেশ খাদ্যে সয়ংসম্পুর্নতা অর্জন করে। অথচ বিএনপি সরকারের সময় সেচ সুবিধার জন্য বিদ্যুৎ চাইতে গিয়ে চাপাইনবাবগঞ্জের কানশার্টে এবং সারের দাবীতে আন্দোলন করতে গিয়ে দিনাজপুরে কৃষকরা গুলিবিদ্ধ হন বলে তিনি কৃষকদের স্মরণ করিয়ে দেন। এমপি বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক পরিবারের সন্তান ছিলেন। কৃষকদের প্রতি বঙ্গবন্ধুর অপরিশীম দরদ ছিল বলেই তার সরকারের সময় বিএডিসির মাধ্যমে কৃষকদের মাঝে সাহায্য প্রদানের কর্মসুচী গ্রহন করেছিলেন। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এদেশের আপামর মানুষের জীবন মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমি বিগত পাঁচ বছর এমপি ছিলাম আমি কোন ঘুষ বানিজ্য করিনায়। আমার নাম ভাংগিয়ে কেহ যদি একটা টাকাও চায় দিবেন না সাথাসাথে পুলিশে দিবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি। আমি সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজিবী কোর্টে গেলে যা পাই তাতেই আমার চলে যায়। আমি আপনাদের যে ভালবাসা পেয়েছি তাতেই আমি আপনাদের কাছে ঋনি। উপজেলা কৃষকলীগ সভাপতি রুহুল আমিন বাঘার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সাংগটনিক সম্পাদক ও বরিশাল বিভাগিয় দায়িত্ব প্রাপ্ত নেতা অডভোকেট গাজি জসিম উদ্দিন। অনুষ্ঠান উদ্বোন করেন জেলা কৃষকলীগ সভাপতি চান মিয়া মাঝি, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক অডভোকেট সাইদুর রহমান টিটু। বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আক্তরুজ্জামান ফুলু, অডভোকেট মতিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন, বীর মুক্তি যোদ্ধা আ: লতিফ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সম্মলন প্রস্তুুতি কমিটর আহবায়ক মোয়াজ্জম মাঝি, উপজেলা ছাত্র লীগ সভাপতি আতিকুর রহমান ছগীর, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, পাড়ের হাট ইউনিয়ান সভাপতি জাহিদুল ইসলাম সহ উপজেলা কৃসকলীগ, অংগ সংগঠনের নেতৃবৃন্দ।