উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : এক সপ্তাহ পুলিশিং কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় কুষ্টিয়া ইবি থানায় পুলিশিং সেবা চালু হয়েছে।থেমে নেয় পুলিশ ফাড়ি গুলোতেও।
প্রায় সপ্তাহ ধরে থানা পুলিশ শূন্য থাকায় থানাজুড়ে শুরু হয় অজানা আতঙ্ক। এই অজানা আতঙ্ক থেকে জনমনে স্বস্তি ফেরাতে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী-পুলিশ সদস্যরা একত্রিত হয়ে পুলিশের অবস্থান জানান দিতে হরিনারায়নপর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মহড়া দিয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আলী নেতৃত্বে পুলিশ সদস্যরা মহড়া অংশগ্রহণ করেন।
ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী ও পুলিশ সদস্যরা প্রথমে হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও পুলিশ সদস্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে থাকা শিক্ষার্থীদের সাথেও জনগণের নিরাপত্তা বিষয়ে মতবিনিময় শেষে হরিনারায়ণপুরে লক্ষ্মণ জুট মিল ও তাদের শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সাথে।
ইবি থানার হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা জনগনের জানমালের নিরাপত্তা রক্ষায় হরিনারায়ণপুরের শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যবসায়ীবৃন্দ ও জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আলী শাহীন সাংবাদিকদের বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীরা যে সকল কর্মসূচি পালন করেছে এটিকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে পুলিশও এখন থেকে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় সর্বোচ্চ পেশাগত দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করবে।