কুষ্টিয়া জেলার ৭ থানায় কার্যক্রম শুরু,অস্থায়ীভাবে সদর ফাঁড়িতে শুরু মডেল থানার কার্যক্রম
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
৩৬
বার পঠিত
»»»»» »»»»»
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার সাতটি থানার সবগুলোতেই পুরোদমে পুলিশের কার্যক্রম চালু করা হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়া মডেল থানা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সদর পুলিশ ফাঁড়িতে অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে পুলিশ।
সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ সুপার আলমগীর হোসেন পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপিসহ অন্যান্য দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশকে ফুল ও কোরআন শরীফ উপহার দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ ই আগস্ট)কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর ও অগ্নি সংযোগে ধ্বংসস্তুপে পরিণত হওয়ার পর থানার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রেক্ষিতে থানার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে পুলিশ কর্মবিরতী ঘোষনা করেন। বর্তমানে দেশের পরিস্থিতি লুটপাট সহ সাধারন জনগন অনিরাপত্তায় বসবাস করছে। এরই প্রেক্ষিতে পুলিশ আইনশৃংখলা ফিরিয়ে আনতে নতুন করে কার্যক্রম শুরু করার প্রস্তুরি নেয়। কিন্তু কুষ্টিয়া মডেল থানায় কার্যক্রম করার মত অনুপোযোগী হওয়ার কারনে কুষ্টিয়া মডেল থানা পুলিশ সদর ফাঁড়িতে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়।
এছাড়াও একই সঙ্গে কুষ্টিয়ার বাকি ৬টি থানা যথাক্রমে মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা, কুমারখালী ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানাতেও পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, পুরোদমে পুলিশের কার্যক্রম শুরু হলো। ট্রাফিক পুলিশও কাজ শুরু করেছে। থানা থেকে চুরি যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।