কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেছেন, জেলার সকল সরকারী দপ্তরে প্রতি বছর উন্নয়নমুলক কাজ হয়ে থাকে। আমরা শুধু সরকারী কর্মকর্তাদের উপর নির্ভরশীল হয়ে উন্নয়নমুলক কাজে শতভাগ সুফল আশা করি। এটা ঠিক না সরকারী কাজে জেরার সার্বিক উন্নয়নে সরকারী কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীও ভুমিকা রাখতে পারেন। তা হলেই উন্নয়ন কাজে স্বচ্ছতা আসে এবং সরকারী নিদের্শনা অনুযায়ী সকল উন্নয়ন কাজ শত ভাগ সম্পন্ন করা যায়।
সোমবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতারের সঞ্চালনায় জেলার সকল সরকারী দপ্তরের কর্মকান্ডের উপর একটি চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। এর পর জেলার আইনশৃংলা বিষয়ের উপর পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌল অধিদপ্তরের বিভিন্ন কর্মকান্ডের উপর বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সড়ক ও জনপথ বিভাগের চলমান্ উন্নয়নমুলক কাজের বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সওজের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ। এর পর উপাস্থপিত বিষয়ের উপর বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন প্রমুখ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ্ব) নাসিমা বানু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ, কুষ্টয়িার সভিলি র্সাজন ডাক্তার আকুল উদ্দিন সহ বভিন্নি দপ্তরপ্রধান, জনপ্রতনিধিবিৃন্দ, সুশীল সমাজরে প্রতিনিধি,প্রিন্ট ও ইলকেট্রনকি মিডিয়ার সাংবাদকিরা উপস্থতি ছলিনে। সমাপনি বক্তব্যে সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমাদের সকলকে মনে রাখতে হবে কোন প্রকার দ্রব্যমুল্য বৃদ্ধি,কৃত্তিম সংকট, অহেতুক মজুদদারীসহ কোন সিন্ডিকেট করা যাবে না। সঠিক প্রমাণের ভিত্তিতে অভিযোগ পেলে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি হুসিয়ারী উচ্চারণ করেন।