বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সমন্বয়ক রাজিজুল ইসলাম বলেন গত ৫ আগস্টের পর কিছু স্বার্থান্বেষী মহল আমাদের নাম ও ব্যানার ব্যবহার করে কিছু বিশৃঙ্খল কাজ করছে। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া যাবে না বলে জানান।
সমন্বয়ক আশরেফা খাতুন বলেন; আমরা জনগণের সাথে কথা বলে তাদের আশা-আকাঙ্ক্ষা জানতে চাই, আমরা ছাত্ররা জনগণের জন্য কাজ করতে চাই। আসছি নিজের বিভাগে। দেখা হবে বৃহত্তর খুলনার কল্যাণে মাঠ পর্যায়ে। যারা জেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের সহায়তায় মাঠ পর্যায়ের দলমত নির্বিশেষে সব ছাত্র-জনতাকে সাথে নিয়ে সমস্যা সমাধানে কাজ করতে চাই। পাশাপাশি, এলাকাগুলোতে যারা শহীদ -আহত হয়েছেন তাদের খবরাখবর সংগ্রহ করায় আমাদের প্রাথমিক লক্ষ্য।
খুলনা বিভাগে ছাত্র জনতা মৈত্রী সফরে নুসরাত সহ প্রতিনিধি দলে সফর সঙ্গী ছিলেন ওয়াহিদ আকরাম , শাকিল, আলামিন, নয়ন ও মোহাম্মদ সামিরুল ইসলাম সহ কুষ্টিয়া বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এসময় উপস্থিত ছিলেন। জনতা মৈত্রী সফর অত্যন্ত সংক্ষিপ্তাকারে তারা বক্তব্য রাখেন।