উজ্জ্বল মাহমুদ কুষ্টিয়া : মুক্তির মুলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র স্লোগানকে সামনে রেখে সারাদেশে স্বৈরচার বিরোধী আন্দোলনে গনহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি থানা শাখার আয়োজনে বিত্তিপাড়া বাজার বাসস্ট্যান্ডে চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি থানা শাখার সভাপতি মাও: মুফতি মো: কামরুজ্জামান এর
সভাপতিত্বে, সাধারন সম্পাদক মাও: বাহাউদ্দিন আল মামুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী। বিশেষ মেহমান হিসাবে ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা সহ সভাপতি আলহাজ্ব কারী রাহাত আলী বিশ্বাস,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুফতি মুজ্জামিল হক কাসেমী-(সংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন, কুষ্টিয়া জেলা),মাওলানা মোঃ নাজমুস সালেহীন (ছাত্র যুব বিষয়ক সম্পাদক- ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া জেলা)মাো: মুফতি মুখতারুজ্জামান (সহ সভাপতি, জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদ,কুষ্টিয়া জেলা),
মুহাম্মদ খালিদ হাসান (প্রশিক্ষন সম্পাদক – ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা), এছাড়া বক্ত্যব্য রাখেন বরেন্যে ওলামায়েকেরাম, শিক্ষাবিদ,রাজনীতিবীদ,জেলা ও থানা নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
আরও খবর...