কুবি প্রতিনিধি: ক্যাম্পাস ছেড়ে ঢাকায় বেআইনি সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২২ জন আনসার সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ। এ ছাড়া একই ধরনের অভিযোগে কুমিল্লা রেঞ্জের আরও ৭৭ জন আনসার সদস্যকেও বহিষ্কার করা হয়েছে। আজ (২৬ আগস্ট) কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বহিষ্কৃত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নেমেছিল আনসার সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হলেও, আন্দোলনকারীরা তবুও একটি মহাসমাবেশের আয়োজন করে এবং সচিবালয় ঘেরাও করে উপদেষ্টাদের আটকে রাখার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ালে ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আনসার সদস্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট ৪৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন, যাদের মধ্যে ২২ জন ঢাকার ওই সমাবেশে উপস্থিত ছিলেন। বাকিদের কেউ ছুটিতে ছিলেন, কেউ বা দায়িত্বে ফেরেননি।
কুবির এসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার আব্দুল হক জানান, যারা ঢাকার সমাবেশে অংশ নিয়েছিল তারা মূলত বিদ্রোহী সদস্য এবং তাদের কর্মকা্ন্ডের দায়ভার অন্য সদস্যদের ওপর বর্তাবে না। তবে বহিষ্কারের পরও বাকি আনসার সদস্যরা ক্যাম্পাসে নিরাপত্তার শঙ্কায় রয়েছেন। কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান আরও বলেন, আন্দোলনকারীদের সাবধান করা হয়েছিল যে তাদের দাবি বিবেচনা করা হবে, কিন্তু তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর ফলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, আনসারদের ইউনিটগুলো চুক্তিভিত্তিক, এবং যারা এই বিশৃঙ্খলায় জড়িত ছিল তারা প্রকৃতপক্ষে দুস্কৃতিকারী। তাদের কর্মকাণ্ডের জন্য সমস্ত আনসার সদস্যদের দোষারোপ করা ঠিক হবে না।