গত সোমবার (৩০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে। কিশোরগঞ্জের বিন্নাটি বাজার দিগন্ত মটরস কার্যালয়ে আয়োজিত এ সভায় গোলাপ মটরস এর স্বত্বাধিকারী মোঃ গোলাপ মিয়াকে সভাপতি ও দিগন্ত মটরস (৩) এর স্বত্বাধিকারী ইখলাছ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সততা বাইক কর্নার এর আব্দুস সালাম (সোহেল), সহ-সভাপতি ভাই ভাই মটরস এর বাবুল ভুইয়্যা, সহ-সভাপতি সূচনা মটরস এর আবু রায়হান সোহাগ, সহ-সভাপতি চৌধুরী মটরস এর সাঈদ মিয়া, সহ-সভাপতি রাজন মটরস এর মোঃ রাজন মিয়া, সহ-সাধারণ সম্পাদক পলাশ মটরস এর পলাশ, সহ-সাধারণ সম্পাদক মহরম মটরস এর মহরম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদ্মা মটরস এর ইকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপ্ন মটরস এর অমিথ দেবনাথ, কোষাদক্ষ নোহা মটরস এর আবু রায়হান, সহ-কোষাদক্ষ মক্কা মটরস সহরাব মিয়া, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মটরস এর হানিফ মিয়া, প্রচার সম্পাদক আর এস মনিয়া এর মোঃ সোহেব হোসেন, সমাজ কল্যাণ বিঃ এসঃ মোস্তাকিম মটরস এর মোঃ মোস্তাকিম।
এছাড়াও এ কমিটিতে সম্মানিত ২২জন সদস্য হিসাবে রয়েছেন, যথাক্রমে, কোদালিয়া-পাকুন্দিয়া’র আব্দুল্লাহ, জিনারাই-সদর উপজেলার সাদ্দাম, চরমপুমদী-হোসেনপুরের রিদয়, বগাদিয়ার ছোটন মিয়া, বরপুলের জাহাঙ্গীর মিয়া, একরামপুরের শরীফ ভূইয়্যা, পুলেরঘাট বাজারের হানিফ, পাকুন্দিয়ার জহিরুল ইসলাম, সদকখালী মোড়ের হুমায়ুন, চরমপুমদীর মোঃ আরিফ, সাদকখালীর নবী হোসেন, দিগন্ত মটরস (১) এর আলাউদ্দীন শুভ, নেয়ামতপুরের তরিকুল ইসলাম, দিগন্ত (২) এর আক্তারুজ্জামান, মোশাররফ মটরস-এর মোশাররফ, সাইফুল মটরস-এর সাইফুল ইসলাম, জান্নাত মটরস ও নয়ন মটরস-এর নয়ন মিয়া, জনপ্রিয় মটরস-এর চয়ন, হামজ মটরস-এর সামছুল ইসলাম, একরামপুরের খোকন মিয়া।