কিশোরগঞ্জে শহরে শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় বদলে গেছে দেয়ালের চিত্র
সর্বশেষ পরিমার্জন:
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
৪৮
বার পঠিত
»»»»» »»»»»
আলাউদ্দীন শুভ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙিন দেয়ালের চিত্র। দেয়ালে লিখন ও আলপনায় সাজিয়ে তোলা হয়েছে পুরো শহর।
গত ১৩ আগষ্ট বিকেলে জেলা শহরে সরেজমিনে দেখা যায়, চারিদিকে তাকালে মনে হয় যেন কিশোরগঞ্জের রুপ আগের চেয়ে অনেকটা পাল্টে গেছে। চিরচেনা কিশোরগঞ্জ এখন অন্যরকম সৌন্দর্যে ফুটে উঠেছে। পানি লাগবে পানি, পানি পানি… মীর মাহফুজুর রহমান মুগ্ধর এই মুখের কথাটিই আজ মুগ্ধ হয়ে আছে। আর আবু সাঈদ ছোট্ট লাঠি হাতে বুক পেতে রং তুলির ছোঁয়ায় দাঁড়িয়ে আছেন। আরো আছে বাংলাদেশের জাতীয় পতাকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার বিভিন্ন দৃশ্য, জাতীয় পাখি, দেশীয় সংস্কৃতির উপকরণ, আন্দোলনে প্রাণ বিসর্জন প্রদানকারিদের ছবি ও বিক্ষুব্দ শিক্ষার্থীদের বিভিন্ন ছবি অঙ্কন করেছে। কিশোরগঞ্জের একদল শিক্ষার্থীরা এসবই মুগ্ধতায় এঁকে ইতিহাসের সাক্ষী রেখে গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা কিশোরগঞ্জ শহরেকে পরিস্কার করতে দেয়াল চিত্র অংকন, শহরের বিভিন্ন মোড়, পাড়া মহল্লা পরিস্কার করে।
অপর দিকে একদল শিক্ষার্থীরা রোদে পুড়ে ট্রাফিক এর দায়িত্ব তুলে নিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ট্রাফিক এর দায়িত্ব পালন করছে। যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা করছে। কিশোরগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ালে এখন শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় বদলে যাওয়া দেয়াল আর ক্ষতিগ্রস্থ এলাকায় রংয়ের আল্পনা চোখে পড়ে। সড়ক পরিস্কার দেখা যায়। কদিন আগেও যে শহরে রাবার বুলেট আর টিয়ার শেলের আঘাতের কালচে দেয়ালে ফুটেছে রঙিনতা। যেন প্রাণ ফিরে পেয়েছে এই শহর। আগে কখনো এমন দেখা যায়নি।
কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ ও কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকায় দেয়ালে রং করতে আসা এক উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী জানান, তিনি নিজ তাগিদ থেকে এসেছেন। এই শহরে পোড়া দাগ রাখার চেয়ে এই শহরটাকে রঙিন করে তোলা দরকার।