রায়হান মাহামুদ: গাজীপুর কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের ৪২ বছর গৌরবময় ২৫ তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্টিত হয়েছে দড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে।
(১৮ জুন মঙ্গলবার রাতে ) দড়িপাড়া ডন্ বস্কো ক্লাবের সভাপতি রক্সি এফ রোজারিও’র সভাপতিত্বে, পন্কজ রোজারিও,পিয়াল পি রোজরিও’র সমন্বয়ে সঞ্চালনায় শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঃ লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আবুবকর মিয়া,দড়িপাড়া খ্রিষ্টান ধর্মপল্লীর পাল পুরোহিত কাজল পিউরিপিকেশন।
উপস্থিত ছিলেন পুবাইল থানা আঃ লীগের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান,গাজীপুর সিটি করপোরেশন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি আঃ মতিন খান, তুমলিয়া ইউপি ওয়ার্ড মেম্বার আলী হোসেন,ফালান,সুপ্রিয়া পি গমেজ নয়ন,সহ দড়িপাড়া ধর্মপল্লীর খ্রীষ্টভক্ত ও বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থী।
প্রধান অতিথি বলেন দড়িপাড়া খ্রিষ্টান ধর্মপল্লীর উন্নয়ন,প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন, দড়িপাড়া এলাকার রাস্তা প্রসস্থ করন, ডন্ বস্কো ক্লাব’র ও দড়িপাড়া এলাকার শিক্ষিত যুবকদের কম্পিউটার প্রসিক্ষনের মাধ্যমে বেকারত্ব দূরকরা,রাঙামাটিয়া ধর্মপল্লী খ্রিষ্টভক্তদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ধর্মপল্লীর অবকাঠামো উন্নয়ন,নাগরী সাধু আন্তনির মিশাস্থানের অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা করা সহ উপজেলার শিক্ষিত যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই হবে আগামী দিনের মুল লক্ষ।
n/v