কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় জমজম স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার(১২এপ্রিল) দুপুরে ওই কারখানার তুলা উৎপাদনকারী ব্লোরুম মেশিন থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,ওই ব্লোরুম মেশিন থেকে আগুনের ঘটনা ঘটে। পরে মূহতেই তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে । ততক্ষণে গোডাউনের তুলা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জমজম স্পিনিং কারখানার হিসাব রক্ষক অশোক কুমার চৌধুরী জানান, শর্ট সার্কিটের মাধ্যমেে আগুনের সূএপাএ ঘটে। শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে, ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট এসে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী আব্দুল্লাহ আল আরোফিন জানান, বুধবার দুপুরে ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে । শ্রমিকরা আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।