কাউখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
৩৯
বার পঠিত
»»»»» »»»»»
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বৈষম্য বিরোধী ছাত্রসমাজের আয়োজনে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে কাউখালী উপজেলার বর্তমান প্রেক্ষাপট এবং নানাবিধ সমস্যা নিরসনের উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা উপজেলার বিভিন্ন দপ্তরে অনিয়মের বিষয় তুলে ধরে দুর্নীতি ও ঘুষ বন্ধ করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি অভিযোগ বক্স খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন। সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ও বৈষম্য শিকার হলে অভিযোগ দেওয়ার আহ্বান জানানো হয় ।
এছাড়া , কোচিং বাণিজ্য, ভূমি অফিস, থানা সহ যেকোনো সেবামূলক প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতির অথবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ শারজিল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিকসন, মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী সরকারি কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, এস বি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম গিয়াস উদ্দিন, পূর্ব আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রেজাউল করিম রতন, সাধারণ সম্পাদক শোয়েব সিদ্দিকী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার, রফিকুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি শাকিল আহমেদ, সিয়াম তালুকদার, মমিন আহমেদ, মাহবুব হাসান সাকিব, হাফিজুর রহমান প্রমুখ।