মোঃ হাফিজুর রহমান, ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট কাজি আজহার আলি কলেজের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ফকির দাউদ হায়দার বাবু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাংবাদিক ফকির দাউদ হায়দার বাবু অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
দাউদ হায়দার বাবু ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, এশিয়ান টেলিভিশন-এর বাগেরহাট পশ্চিম প্রতিনিধি ও বাংলাদেশ সমাচার পত্রিকার ফকিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়া অত্র কলেজের অভিভাবক প্রতিনিধি হিসেবে আরও নির্বাচিত হয়েছেন হরিদাশ বালা ও এসএম আজিজুর রহমান।
অপরদিকে, শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক হাবিবা কুমকুম, সহকারী অধ্যাপক প্রসেন কুমার বিশ্বাস ও প্রভাষক আবু সাইদ মল্লিক।
কলেজ সূত্রে জানা গেছে, নির্বাচিত অভিভাবক প্রতিনিধিগণ ও শিক্ষক প্রতিনিধিগণ বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।