বন্ধুদের সাথে খেলার ছলে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে ১৫বছরের শিশু হোসেন আলী। বুধবার বিকাল ৫টার দিকে কপোতাক্ষ নদীর পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজ হওয়া কিশোর সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা এলাকার আলতাফ হোসেনের ছেলে। ঘটনার তিনঘন্টা অতিবাহিত হলে খোঁজ মেলেনি তার। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে উদ্ধার তৎপরতা দেখায়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয়রা জানায়, বিকাল ৫টার দিকে কুমিরার কপোতাক্ষ নদীর ব্রিজ থেকে ৩ শিশু পানিতে ঝাঁপ দেয়। ওই সময় দুটি শিশু পানি থেকে পাড়ে উঠে আসলেও নিখোঁজ হয় শিশু হোসেন আলী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তারা ফিরে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।